১৫ই মার্চ ২০১৭ পূর্ন হতে যাচ্ছে আমার ২৪ বছর বয়স । পদার্পন করবো আমি ২৫ বছর বয়সে । আমি আমার মাত্র ১৪ বছর বয়সে পরিপাকতন্ত্রের জটিল সমস্যায় আক্রান্ত হই । এরপরে আমি জীবনে অনেক ডাক্তারের সরনাপন্ন হই । কিন্তু ঐ বিধাতা বোধহয় আমার সহায় নন । আমি বর্তমানে মানসিকভাবেও বেশ অসুস্থ । সারারাত ঘুম আসেনা । মাথা যন্ত্রনা করে,হাত পায়ে এবং সমস্ত শরীরে প্রচন্ড পরিমানে জ্বালাপোড়া করে । একেবারেই খেতে পারিনা । প্রতিদিন অনেক ঔষধ খাচ্ছি কিন্তু কোনো পরিবর্তন নেই । মাঝে মাঝে এই দুঃখে এবং কষ্টে আত্মহত্যা করতে মন চায় । কিন্তু আমি আমাকে মারতে চাইনা । আমার জীবন যিনি দিয়েছেন তিনিই আমাকে সময় মতো মারবেন সেই অপেক্ষাতে বসে আছি । দীর্ঘ ১০ বছর এই জানা রোগ এবং আরো অজানা রোগে ভুগছি । আমার কষ্টের কথা এখানে লেখনির মাধ্যমে তুলে ধরা আমার পক্ষে সম্ভব নয় । তবুও এই অসুস্থ জীবনে সাহিত্য চর্চা করে যাচ্ছি । আমাকে ডাক্তার দেখাতে দেখাতে পরিবারের সবাই আমার উপরে বিরক্তবোধ করছে । আমি নিজেও বিরক্তবোধ করছি । অপেক্ষাতে আছি শুধু মৃত্যুর । তবুও এই অসুস্থ জীবন নিয়ে অনার্স চতুর্থ বর্ষে আছি । হয়তোবা কোনো একদিন খবর পাবেন আমি মারা গেছি । সবাই আমাকে ক্ষমা করে দিবেন...