তুমি গুরু বিশ্ব কবি,
আমি অধম নিঃস্ব কবি।
তুমি পেয়েছো অনেক সম্মান,
আর আমি পাই শুধু অপমান।
তুমি লিখেছো গীতাঞ্জলি,
পেয়েছো অনেক বাহবা,পেয়েছো অনেক হাতে তালি।
আমি লিখেছি হারানো কবিতা,
পেয়েছি শুধু ধিক্কার আর অনেক ব্যাথা।
তুমি পেয়েছো নোবেল পুরুষ্কার,
আর আমি পেয়েছি শুধু তিরষ্কার।
তোমার ছিল সবই আর এখনও আছে সবই,
আমার নেই কিছুই,আমি যে নিঃস্ব কবি।