চারিদিকে শুধু ভয়াবহ অন্ধকার,
আর এই অন্ধকারে হলো আমার জীবন ছারখার ।
আলোতে আমি ছিলাম অনেক সুখে,
ভয়াবহ এই আধার নেমে এলো আমারই বুকে ।
ঐ অত্যাচারিদের অত্যাচারে আমার আলোর জীবন হলো অন্ধকার,
ভাবিসনে তোরা আমারতো হবেনাকো হার ।
আমার উপর তোরা করেছো যত অত্যাচার,
আমিতো তার প্রতিশোধ নেবো বারবার ।
লাত্থি দিয়ে তোদের বুজাবো মজা,
বুঝবি তোরা অন্ধকারের জীবন কত কষ্টের,কত সেতো সাজা ।
আপন হয়ে তোরা আমায় অন্ধকারে করে দিলি দাফন,
আর আমি এখন বহন করি অন্ধকারাচ্ছন্ন ভয়াবহ জীবন ।
আলোতে আমি চলে আসবো তোদের জীবন করে ছারখার,
আর আমার এই জীবনে থাকবে না কোনো অন্ধকার ।