আমায় যদি পড়ে তোমার মনে
কারণে বা অকারণে
সান্ধ্য প্রদীপ জ্বালিয়ে রেখো
তোমার ফুলবনে
চুপিসারে আসবো আমি জেনো
দক্ষিণা হাওয়ায় তোমার আলিঙ্গনে।


আবার যদি আমায় মনে পড়ে
দরজাপাশে একটু আড়াল করে
রেখো তোমার জানালাটা খুলে
আপন মনে তাকিয়ে থেকো দূরে
ভোরের পাখি আসবো আমি উড়ে
তোমায় নিয়ে ভাসবো আমি হাওয়ায়
ডানামেলা পাখির গানের সুরে।


মনে যদি পড়ে আমায় ফের
মনটা ঘিরে দিও তবে বেড়
না হয় তারে দিয়ে দেবে ছাড়ি
কোন সুদূরে থাকি আমি
সেথায় এসে করবে বাড়াবাড়ি
এবার তবে নয় কো ছাড়াছাড়ি
বেঁধে আমায় বলবে সে মন, ‘চলো
তোমায় ছেড়ে থাকতে যে না পারি’।


ছাড়িয়ে সীমা হয় যে জ্বালাতন!
আমার মনে বেঁধে তোমার মন
পাঠিয়ে দেবো নীল গগনের পানে
উড়ে উড়ে যাবে তোমার টানে
তোমার কায়ায় হাওয়ারই চুম্বন
দেবে জেনো আমার পাগল মন।


আমায় যদি মনে তোমার পড়ে
মন পাঠিয়ো তুমি এমন করে
মনের সাথে বেঁধে দেবো মন
মনের খাঁচায় বেঁধে রেখো তারে
আর যেন তা উড়তেও না পারে।