বইছে যখন যুগের হাওয়া
যাচ্ছে বেড়ে সবার চাওয়া
যতোই থাকুক তবুও হায়!
সবাই আরো আরো চায়।


কেউ চাচ্ছে হাত বাড়িয়ে
কেউ চাচ্ছে লাজ হারিয়ে
কেউ চাচ্ছে সব নাড়িয়ে
কেউ চাচ্ছে হক মারিয়ে।


কেউ মরিয়া করতে জোট
নিজের পক্ষে ধরতে ভোট
কেউবা আবার মন্দ পথে
ভোট পেতে ছাড়ছে নোট।


কেউ চাচ্ছে অঢেল ধন
লড়ছে কালের মহারণ
এদের ধনী হওয়াই পণ
অর্থ লোভে ছোটার ক্ষণ।


কেউ চাচ্ছে অসীম খ্যাতি
হোক ছড়িয়ে কর্ম জ্যোতি
কিম্বা ভুলে সমাজ রীতি
ছড়াক খ্যাতি-এটাই নীতি।


তৃপ্ত হতে এই জগতে
ভিক্ষে মাগে যে যার পথে
টাকা, খ্যাতি, বা ক্ষমতা
স্বার্থ কেড়ে নেয় মমতা।


হোক ছোটলোক কিম্বা ধনী
চাচ্ছে সবাই প্রতিক্ষণ-ই,
হয়তো চাওয়ার ভিন্ন ধরণ
'ভিক্ষে'টাকেই হয় যে স্মরণ।


যেভাবে চাক, যেভাবে পাক
হাত বাড়িয়ে চাওয়ার ঢল,
নিঃস্ব, গরীব কিম্বা ধনী
সবাই ভিখেরিরই দল।