দুচোখে যে জন দেখে না
'কানা' বলে তারে খোঁচা কেনো দাও?
খোঁড়াকে 'খোঁড়া' নামে ডেকে
কী আনন্দ যে তুমি পাও!  
বলতে পারে না যে কথা
উপহাস করে তারে বলো 'বোবা',
বুদ্ধি প্রতিবন্ধী যে জন
মজা পেতে তারে বলো 'হাবা',
কানে শোনে না যে লোকে
সদাই তারে ডাকো 'কালা'
তোমার বিদ্রূপাত্মক ডাকে
তাদের হৃদয়ে লাগে জ্বালা।  
স্রষ্টার লীলায় বিকলাঙ্গ তারা
প্রতিবন্ধকতা নয় কোনো ফন্দি,
প্রতিবন্ধী জনে যে বিদ্রূপ করে
সেই জনই তো প্রকৃত প্রতিবন্ধী।