আমার আকাশ ছিলো কালো মেঘে ঢাকা,
বিবর্ণ অরণ্য, শুকনো বৃক্ষ, পত্রবিহীন শাখা,
গায়নি পাখি গান, আসেনি ফাগুন তাতে,
মলিন মৃত সময়, জ্বলেনি জোনাক রাতে,
নীরবতায় কাটতো সময়, বদ্ধ এক বাসা,
একদিন হঠাৎ করে হলো তোমার আসা,
খুলে দুটি আঁখি দেখি ডাকে পাখি গাছে,
আকাশটা নীল; অরণ্য পল্লবে ভরে আছে,
রাত ভরালো অজস্র সব জোনাকির আলো,
যা ছিলো মন্দ-কালো, বদলে হলো ভালো।
এসেই তুমি বাড়ালে দুই হাত, দিলে আশা,
আমার পৃথিবী জুড়ে শুধু রঙিন ভালোবাসা,  
শুন্য এ প্রাণ ভরিয়ে দিলে তুমি ভালোবেসে,
যা যা কিছু অতৃপ্তি ছিলো তৃপ্ত করলে এসে।


যেও নাকো ছিঁড়ে কভু এই বাঁধনটারে, হায়,
যদি যাও, আমার এ প্রাণ বাঁচানো হবে দায়,
তুমিই বলো, প্রাণহীন দেহ নিয়ে কি বাঁচা যায়?