আজ এক কবির (শ্রী বুদ্ধদেব ঘোষ) পাতায় গেলাম। উনার কবিতার শেষে লেখা ছিলো আজ উনার জন্মদিন। সেটা জানার পর কবিতায় মন্তব্যের পাশাপাশি তাঁকে শুভেচ্ছা জানিয়ে কিছু লিখে দিলাম।
বাংলা কবিতা ডট কমের প্রিয় প্রশাসকদের নিকট আমার প্রস্তাব, প্রতিদিন এই সাইটের মূল পাতার ডান দিকে 'আজ যে যে কবির জন্মদিন (বিশিষ্ট কবি/কবিতার আসরের কবি)' নামক একটি অংশ কি রাখা যায় না (ফেসবুক যেভাবে বন্ধুদের জন্মদিনের তালিকা দেখায়)? তাহলে আমরা সেই কবি/কবিদেরকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারবো। এতে করে কবিদের মধ্যে আরও ঘনিষ্ঠতা, আরও সুসম্পর্কের সৃষ্টি হবে।  
আশা করি, প্রস্তাবটি বিবেচনা করবেন।


ধন্যবাদ।