মহান যুদ্ধে যে রক্ত ঝরে না
সে রক্ত রক্ত নয়,
আলস্যে সারা শরীরে ঘুরে
সে রক্তের হয় ক্ষয়।


ভোগ বিলাস কামার্তে মত্ত
ফুলে ওঠা দেহ
পাশবিকতার রূপ পেলো শুধু
পেলো নাতো কেহ।


অসাম্য, অন্যায়ের প্রতিবাদে
ওঠে না যে হাত,
কাপুরুষের দেহে পড়ে থেকে হয়
তাদের যবনিকা পাত।


শোষণ-লুণ্ঠন-নিপীড়ন দেখে
কাঁপে না যে চোখ
সে দুটি চোখ অন্ধসম
যতো দীঘল কালোই হোক।


সম্মুখে যতো অবিচার দেখে
যে মুখ থাকে চুপ
ঘৃণার বান পড়ুক সে মুখে,
জ্বালুক শোকের ধূপ।


মানবতার যোদ্ধা হতে
সাহস থাকে না যে বুকে
সে বুক ভরে অঙ্গার থাক
জ্বলুক ধুকে ধুকে।


লেজ গুটিয়ে ঘরের কোণে
যে জন ওড়ায় ফানুস,
ভীরু, নিন্দ্য, কাপুরুষ সে জন
নিপাত যাক সে মানুষ।