শিক্ষা নিয়ে লম্ফ-ঝম্প
কম তো আর হয় না
উচিত কথায় বন্ধু বেজার
সত্যি কথা সয় না!


বাসা-বাড়ি-অলি-গলি
সবখানেতেই বিদ্যালয়
কোনটাতে সুশিক্ষা দিয়ে
মানুষ বলো গড়া হয়?


সকুল-কলেজ-ভার্সিটি গজায়
ব্যাঙের ছাতার মতো
দেশের লোকে পড়ে সেথায়
জ্ঞানী যদি হতো!  


বছর গেলেই সনদ পেলে
সুশিক্ষাই পেলে না,  
বাইনোকুলার দিয়ে খুঁজেও
মানুষ সেথায় মেলে না।