সব ভুলে এই জীবন যখন
তোরই তরে সাধা,
সমাজ সংসার নিয়মকানুন
পারবে হতে বাধা?
সপ্ত আকাশ পারবো ছুঁতে,
ছুঁতে রাতের চাঁদ,
তোকে পেতে টুটবো আমি
আগে পিছের বাঁধ।
তেরো সাগর পাড়ি দেবো,
পাড়ি দেবো নদী,
তোর সাগরে হাবুডুবু
খাবো নিরবধি।
পথের কাঁটা বিদ্ধ পায়ে
রক্ত ঝরাক যতো,
তোকে পেতে সেই পথেই
হাঁটবো অবিরত।
ঝড় বাদলে থামবো নাকো,
থামবো নাকো বানে,
রৌদ্র শীতে চলবো ছুটে
শুধু তোরই পানে।
হার মানাবো আগ্নেয়গিরি,
কিম্বা হিমালয়,
সব পেরিয়ে ঠিকই আমি
করবো তোকে জয়।