আমি আঁধারের বুকে আলো খুঁজে চলি
        হতাশায় খুঁজি আশা
আমি শেষের সীমায় শুরুটাকে খুঁজি
       নীরবতায় খুঁজি ভাষা।
আমি পাপের ভিড়ে পুণ্য খুঁজে চলি
       দীনতায় খুঁজি প্রাপ্তি,
আমি লালসার ভবে তৃপ্তিটাকে খুঁজি,
       সঙ্কীর্ণতায় খুঁজি ব্যাপ্তি।  
আমি বর্বরতা রুখে মানবতা খুঁজি,  
       অসাড়তায় খুঁজি সার,
আমি কাপুরুষ এড়িয়ে বীরদের খুঁজি,
       আবদ্ধতায় খুঁজি দ্বার।
আমি বিবর্ণতায় খুঁজি রঙের বাহার,
       গন্ধহীনতায় খুঁজি ঘ্রাণ,
আমি জড়তার মাঝে গতি খুঁজে চলি,
        নির্জীবে খুঁজি প্রাণ।
আমি অশান্তির বুকে শান্তিকে খুঁজি,
        বেলাজে খুঁজি হায়া,
আমি বিমুখের পিছে চঞ্চলতাকে খুঁজি,
        নির্মমতায় খুঁজি মায়া।
আমি বেপরোয়ার মাঝে লাগামকে খুঁজি,
        বোকামিতে খুঁজি বোধ,
আমি শুন্যতা বেয়ে পূর্ণতা খুঁজে চলি,
        অবাধ্যে খুঁজি রোধ।
আমি অমাবস্যা টুটে পূর্ণিমা খুঁজি,
        তমসায় খুঁজি আলো।
আমি নিন্দের পাশে প্রশংসাকে খুঁজি,
         মন্দের পাশে ভালো।
আমি অসময়ের মাঝে সময়কে খুঁজি,
         হারে খুঁজি জিত,
আমি দ্বিধার আড়ালে উদ্যম খুঁজি,
         মূলহীনে খুঁজি ভিত।
যা কিছু হারিয়ে শুন্য ভেবে সবে
          হতাশায় চোখ বুঝে,
আশার প্রদীপ জ্বালিয়ে আমি
          সেসব নেবো খুঁজে।