বুদ্ধি থাকলেই চলে না, চাই অভিজ্ঞতা সাথে
কৌশলী না হলে সবকিছু যাবেই যে নিপাতে।
নিশানা তার নিখুঁত হবেই কৌশল যার জানা
তার আকাশেই সাফল্য যে নিত্য মেলে ডানা।
ব্যাপ্ত শিক্ষায় কী যা আসে প্রয়োগ হলে শূন্য?  
ভ্রান্ত পথে ছুটলে কি আর যোগাড় হবে পূণ্য?
সে শিক্ষায় ফলে না ফল না লাগে যদি কাজে
সুপ্ত মেধা চুপসে গেলে কাজেই আসে না যে।  
সেই দেশ বড় ভাগ্যবতী কৌশলী যার লোক
সুউচ্চ শিরে সৌভাগ্য ছড়ায় উন্নতির আলোক।