কবিতার ভাষায় দিয়েছো তুমি শ্রেণি-বিভেদ রুখে
প্রেম-বিরহ, ব্যথা-বেদনা ধরেছো আপন বুকে।
স্বৈরাচারিতা, স্বেচ্ছাচারিতা নাওনিতো কভু মেনে  
উপাসনা করেছো সত্য-সুন্দরের অতি আপন জেনে।
সত্যটাকে অকপটে বলেছো পাওনি তো কোনো ভয়  
তোমার কলমের কালিতে ঝরেছে সৎসাহসের জয়।
কবিতার জমিনে ফলিয়েছো তুমি কাব্যের সব ফল
কবিতার তরীর কাণ্ডারি যে তুমি সদা নির্ভয়, উচ্ছল।  
মনের ক্ষেতে বেদনা যখন উথালপাতাল হয়ে যায়,
কন্ঠের ভারী দীর্ঘশ্বাসে তুমি দিয়েছো শীতল বায়।
বাংলায় যে রূপ এঁকেছো তুমি কাশবন মাঝে বসে  
সে রূপ হৃদয়ে কাঁপন তোলে মায়া-মমতার পরশে।
সময়ে সময়ে সাহস দিয়েছো, প্রেরণা দিয়েছো মনে
তুমি চির ভাস্বর, চির অমর তারকা কবিতার অঙ্গনে।  


* আজ আমাদের সকলের প্রিয় কবি নির্মলেন্দু গুণের ৭৩তম জন্মদিন। প্রিয় কবি নির্মলেন্দু গুণের প্রতি জন্মদিনের শুভেচ্ছা হিসেবে আমার এই শ্রদ্ধার্ঘ্য।