পরচর্চা আর পরনিন্দা নিত্য তোমার সঙ্গী,
'হ্যান হয়েছে, ত্যান করেছে' তোমার কথার ঢং-ই।
'অমুক লোকে তমুক করে' চিন্তা তোমার মাথায়,
'কে লাভ পেলো কী কী করে' হিসেব করো খাতায়,
'কার ঘরেতে কী কী হলো' চর সেজে তা দেখো,
কে কী পেলো, কতো পেলো- সেটাই সদা লেখো।
একজনে যা বলছে নিজে, শুনছো পেতে কান,
অন্যজনের কানে শোনাও সে কথারই বান।
'ছেঃ ছেঃ' করে বেরাও সদা, দেখো না যা ভালো,
নিত্য তুমি খুঁজে বেরাও অন্যজনের কালো।
দেখেছো কি একটিবারও তোমার নিজের ভিতর,
মানুষরূপী খোলসতলে বাস করে এক ইতর?