এসেছি ভুবন মাঝে
ডুবেছি হাজারো কাজে
ভোর দুপুর বিকেল সাঁঝে
গহীন রজনী ধরে  
অসংখ্য লক্ষ্য ঘিরে
থেকেছি কাজের ভিড়ে
বাধার সকল দেয়াল চিঁরে  
বিরামকে পর করে
আয়েশ হয়েছে ধূধূ
সামনে এগিয়েছি শুধু  
ধন জৌলুস হয়েছে মধু
জীবন যাপন তরে
ভোগই হয়েছে সব
এই জীবনের কলরব
অর্থ সম্পদ বিলাসিতা উৎসব
মন মনুষ্যত্ব মরে
ভোগে হয় হাবুডুবু
দেখিনি ভেবেও কভু
কোন সে কারণে ঋভু
গেছেন দূরে সরে,
বস্তুবাদী এ জীবনে
মরে গেছি প্রতিক্ষণে
সঞ্চিত সম্পদ ও ধনে
শাপ হয় বরে।
শেষ বেলার অনুতাপ,
কতোই করেছি পাপ!
ধন সম্পদই হলো অভিশাপ
পিছে থাকে পড়ে।
মনটা পচে যায়
দেহটা শক্তি হারায়
কেউই হাত না বাড়ায়
কেউই নেয়না খবর,
জমি-জমা আর মান
সব ধুয়ে শুনশান
জীবন হলে অবসান
পেয়ে যাই কবর।