ষোল কোটি মানুষের হে বাংলা জননী
রেখেছ জন্ম দিয়ে, মানুষ করতে পারো নি।
মানুষে মানুষ মারে রক্ত চুষে খায়,
এ মানুষের হাতে এখন অস্ত্র শোভা পায়!
ঘুমন্ত শিশু আর ঘরে থাকা নারী
ঘরেতেই সম্ভ্রম হারায়, করে আহাজারি।
পাক গেছে ঘোর অতলে, নিজে পশু সাজি
আর্তরে শোষণ করি শুধু ত্রাসবাজি।
শোষক সেজেছে এখন স্বদেশের লোকে,
একজন আনন্দ করে অন্যজনের শোকে।
দল নিয়ে দলাদলি, কোন্দলের হাল-
বলির পাঁঠা জনগণ হয় বেশামাল।