রোজকার ব্যস্ততা জীবিকার সন্ধানে
অনমনীয় রশির মতো আমাকে টানে,
একগুচ্ছ গোলাপ বা এক তোড়া রজনীগন্ধা
তোমাকে পারি না দিতে, সুযোগ যে বন্ধ্যা।
ফুসরত মেলে না হায় রুটিনের বুকে!  
তোমাকে পারি না নিতে সময়ের সুখে।
ক্যান্ডললাইট ডিনারে বসে মুখোমুখি
হয় না তা একবারও, পকেট যে দুঃখী।
লং ড্রাইভ, ফ্রি ডেইট, বুফে লাঞ্চ খাওয়া-
আমার কাছে সে সব বড়লোকি চাওয়া।
পারবো না সেসব দিতে, তাই যাবে নাকি ছাড়ি?
হৃদয় উজার করে আমি শুধু তোমাকে ভালোবাসতেই পারি।