বঙ্গ দেশে ঘটছে দেখো
  নিত্য কতো খেল!  
হাইওয়েতে রিকশা চলে,
  উল্টো পথে রেল।
পকেটখালি মানুষ অনেক
  ভাবখানা তাও ভারি,
ভালো কথা বলে দেখো
  খেতে হবে ঝাড়ি।
পেশীর জোরে আইনটা চলে,
  ভালো মানুষ ভোগে,
ভদ্র লোকের কপালেতে
  হয়রানিটাই যোগে।
শৃঙ্খলা যে করবে রে ঠিক
  সেই দাঁড়িয়ে থেকে
চোখের সামনে কুলাঙ্গারের
  কুকীর্তি যায় দেখে।
চোর-পুলিশে মাসতুত ভাই
  ভাগের হিসেব কষা,
সহায়হীনের কপালেতে  
  জুটছে মরণদশা।
পড়াশুনার খবরই নেই,
  হচ্ছে যে ফল বেশ,
মাথার ভিতর মগজ আছে,
  মেধা নিরুদ্দেশ।
দিনের বেলা অঘোরে ঘুম,
  থাকছে জেগে রাতে,
বইগুলোতে জমছে ধুলো,
  নেটটা আছে সাথে।
কজনইবা যাচ্ছে মাঠে,
  খেলছে কজন খেলা?
দেখতে খেলা টিভি ছেড়ে  
  কাটায় সারা বেলা।  
দেশের দলের নাম জানে না,
  রিয়াল-বার্সা করে,
এদের দিয়ে দেশটা বলো
  চলবে কেমন করে?
দেশের খেয়ে বড় হয়ে
  বিদেশেতে থাকে,
সেই মানুষকে যাচ্ছে ভুলে
  যে গড়েছে তাকে।
জনগণের সেবক সেজে
  খেলছে শোষণ খেলা,
অধিকারের বালাই-ই নাই
  চলছে অবহেলা।
ভালোবাসার দোহাই দিয়ে
  হচ্ছে যাওয়া মিশে,
মা মানে না, বাপ মানে না,
  কেয়ার করে কীসে?  
সমাজ দেখে বৃদ্ধাঙ্গুলি,
  আমরা তো ভাই অন্ধ,
চোখের কাছেই মন্দ দেখে
  চোখ করে যাই বন্ধ।
মানুষ বলে ভাবছি নিজের,
  সভ্যতাটাই নাই,
তাইতো সদা উলটপালট
  কাজটা দেখে যাই।
সব হয়েছে মগের মুল্লুক,
  আমরা যে তার শিকার,
দেশ চলেছে উল্টো পথে,
  সবার মাথায় বিকার।