সস্তা চালের লোভ ছাড়ে না
কতো নেতা-পাতি নেতা,
ত্রাণের গুদাম লুটছে তারা,
সাহস করে রুখছে কে তা?
হাভাতেদের ভাত চুরি হয়,
চুরি করা যাদের স্বভাব
কীভাবে আর বুঝবে তারা
নিঃস্বজনের কতো অভাব?
লুটে খাওয়া স্বভাব তাদের
খায় তারা সব চেটেচুটে,
ভুঁইফোঁড়ে সব নেতা সেজে
তরতরিয়ে ওপরে উঠে।
দেখেও কেউ কয় না কথা,
হয় যদি ফের কিছু পাছে।
অসৎ নেতাই গলা বাড়ে,
নেতার উপর নেতা আছে।
নেতায়-নেতায় মাসতুত ভাই,
কে কার চেয়ে কম তা বলো?
ভাগ-বন্টনে তুখোর সবাই,
গরীব, দুঃখীই ভুগে ম'লো।