..  .নয় চঞ্চল, নেই কোলাহল, নিশিত নিবিড় রাত্রী,
    গগনের 'পর খেয়া শশীধর, আমরা দুজন যাত্রী।  
  নিভৃত এ হ্রদ, উড়ে চলা পথ, ঢেউ হয়ে আসে হাওয়া,
মিলে চারিহাত, মেলে আঁখিপাত, অবারিত হলো চাওয়া।
নেই কোনো বাধা, নেই কোনো ধাঁধাঁ, নিশীথ গগন খোলা,
  প্রণয়ের পথে চলেছি যে রথে দেয় তা হৃদয়ে দোলা।
তুমি আর আমি হেথা সেথা থামি, দেখে চারিপাশ চেয়ে,
   হাঁটছি দুজনে মধুর এ ভুবনে হাওয়ার সিঁড়ি বেয়ে।  
  হাতে হাত রেখে মুখোমুখি দেখে বয়ে যায় প্রতিক্ষণ,
    আমরা দুজনে মিলে দুটি মনে হয়ে যাই উচাটন।
  উড়ে ঝাঁকে ঝাঁকে আঁধারের বাঁকে ছড়িয়ে দেয় আলো
    প্রাণ উচ্ছল জোনাকির দল দূরে ঠেলে দেয় কালো।
পাশাপাশি থেকে চলি এঁকেবেঁকে যে দিক ডাকে কাছে,
  প্রণয়ের তরে আবেগেরে ভরে রেখে দেই যতো আছে।
আর সব ভুলে কামনাতে দুলে দুলেছি প্রেমের দোলায়,
  প্রেম ভালোবাসা জাগরিত আশা দু:খ ব্যথা ভোলায়।
    এমনও প্রণয় কালজয়ী হয়, যায় না যাকে বাঁধা,  
  এ প্রণয়ে তবে আমি কৃষ্ণ ভবে, তুমি হলে মোর রাধা।