প্রেম? সেতো পেলাম না জীবনে কভু,
কপালে এই বুঝি লিখে রেখেছেন প্রভু!
প্রেম নয়, পেলাম ঘৃণা আর প্রত্যাখ্যান,
হৃদয়ের গহীনে লিখে যাই ব্যর্থতার উপাখ্যান।
প্রজ্জ্বলিত নরকাগ্নির অপরিহার্য লেলিহান শিখা  
দহন করে এ দেহমন, খুঁড়ে মরণ পরিখা।
যদি হীনতর ছলনা, চাতুর্যে, মিথ্যে সব আশ্বাসে,  
মুগ্ধ করতাম মানুষকে, থাকতাম তাদের বিশ্বাসে,
তাহলে পেতাম প্রেম, পেতাম ভালোবাসা।
ভালোবাসায় আজ যে শুধু শয়তানে ঠাঁসা।  
যে যতো ছলনা জানে, মুখোশ বদলাতে পাকা,
তার কাছেই প্রেম করে ভিড়, হিসেব যায় না রাখা।
যে জন সরল, সৎ মনে প্রাণে, নিখাদ আবেগে ঢলছে,
সে জনই হয় প্রেমে প্রত্যাখ্যাত, সে-ই অপমান বোধে জ্বলছে।