এতোদিন, এতোগুলো বছর কোথায় ছিলে তুমি?
কোথায়ইবা কেটেছে আমার সময়?  
বোধহীন স্রোতে ভেসে কেটে গেছে কতো
সুধাহীন, নিরস সময়!
পথের ধারে হেঁটে হেঁটে,
নাকি নিছক ডাংগুলি খেলেই
চলে গেছে এতো কাল?
তুমিইবা কী করেছ এতোটা সময়?
এলোচুলে ছুটেছো কি এতোদিন
অযৌবনা মৃত্তিকার পরে দিশাহীন?
আলতা পায়ে নূপুরের ছন্দে  
নেচেছো, হে বালিকা, মেঠো ফুলের গন্ধে?  
আমিও ছিলাম বুঝি কোন ভূ-গহবরে
নয়তো সিক্ত-রিক্ত এক অলস ভবঘুরে।
ভাবি নি কখনও তোমায় নিরুত্তাপ মনে!
অহেতুক ঘুমে ছিলাম দুদিকে দুজনে?
নির্বোধের মতো চলে গেছে কতো বেলা!
এসো প্রিয়া, ধরো মোর হাত,  
আর নয় কোনো অবহেলা।
এতোদিন বুঝি নি যা, এসো আজ বুঝি,
দুজনের মাঝে ডুবে পৃথিবীটা খুঁজি।
মিলনের সাগরে বয়ে যাক শুধু
অথৈ জলের ঢেউ।
নতুন এক ইতিহাস গড়ি,
এতোদিনেও যা গড়তে পারে নি কেউ।