হে সোনার বাংলা আমার,
তুমি তো এক অসহায় নারী,
তোমারে কেউ টানে ডানে,
কেউ বামে ধরে করে কাড়াকাড়ি।  
তোমাকে নিয়ে লেখা হয়
কতো উপন্যাস! কতো কবিতার চরণ!
স্বার্থের টানে তোমার সম্মান ভুলে যাই,
করি তোমার বস্ত্র-হরণ।  
রক্তের বন্যায় পেয়েছি তোমায়,
মুখে মুখে শুধু স্বাধীনতার বুলি,
নিজের আখের গোছাতে ব্যস্ত সবাই,
তোমার দু'চোখে দিয়েছি ধুলি।
মার্চ আর ডিসেম্বরে তোমাকে খুব মনে পড়ে,
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি,
তোমার জন্য মন না কাঁদুক
তবু গ্লিসারিন লাগানো চোখে অশ্রু যায় ভাসি।