মোদের গরব, মোদের আশা,
আ-মরি বাংলা ভাষা।
_______________________________


প্রিয় কবিগণ,


সালাম/প্রণাম............


আজ অমর একুশে ফেব্রুয়ারি। ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।


আসরের সকল কবিকে জানাই একুশের শুভেচ্ছা।


অতঃপর সবাইকে আনন্দের সাথে জানাচ্ছি যে, আজ প্রকাশিত হলো  শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে 'আনন্দে মাতি' এর বিশেষ সংখ্যা (পিডিএফ ফরম্যাট)।  


আসরের সম্মানিত কবি সৌমেন বন্দোপাধ্যায় (পীযূষ কবি) একুশের ই-সাহিত্য সংকলনটি প্রকাশে অগ্রণী ভূমিকা পালন করেছেন। শ্রদ্ধেয় কবি অজিত কুমার কর প্রকাশিত লেখাগুলোর ভাষা তত্ত্বাবধানের গুরু দায়িত্ব পালন করেছেন। এই দুই গুণী কবিকে জানাই বিশেষ কৃতজ্ঞতা।


আসরের কবিদের জন্য ই-আনন্দে মাতির লিঙ্কটি নিচে দেয়া হলোঃ


https://drive.google.com/file/d/0B2Fj_BXxuTRRTWVqS3UxbFp4VHM/view?usp=sharing


____________________________
সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
সবাই ভালো থাকুন,
বাংলা ভাষার সাথে থাকুন,
বাংলা কবিতার সাথে থাকুন,
বাংলা-কবিতা ডট কম ও 'আনন্দে মাতি'র সাথে থাকুন।