সন্দেহ নেই, সাহিত্য বিষয়ক যতোগুলো ওয়েবসাইট আছে বাংলা কবিতা ডট কম তাদের মধ্যে অন্যতম এবং বেশ জনপ্রিয়। এখানে বেশ কিছু কবি আছেন যাঁরা কাব্য প্রতিভায় অগাধ প্রশংসা পাবার যোগ্য। যাঁদের কবিতা পাঠ করে আমরা নিজেদের ধন্য মনে করতে পারি। অথচ দুঃখের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে, নিবন্ধিত কিছু কবি ছদ্মনাম হিসেবে এমন কিছু নাম ব্যবহার করছেন যা এতো সুন্দর ও সাবলীল একটি ওয়েবসাইটের সাথে বেমানান বলে মনে হয়। যুগে যুগে অনেক কবি-সাহিত্যিক ছদ্ম নাম বা কলম-নাম ব্যবহার করেছেন। কোনো কোনো কবি-সাহিত্যিকদের উপাধি হিসেবে বিভিন্ন নাম দেয়া হয়েছে। সেই ছদ্ম নাম/উপাধিগুলো শ্রুতিমধুর ও শালীন। কিন্তু এখানে 'AC', 'কষ্টের জীবন', 'মাহ', 'অরণ্য পাগলা' ধরণের ছদ্ম নাম ব্যবহার করা হয়েছে।


কবিতা হচ্ছে সৌন্দর্যের প্রতীক, সত্যের প্রতিফলন।


যাঁদের ছদ্ম নামই বেমানান লাগে তাঁরা কতোটা মানানসই কবিতা লিখবেন কবিতার আসরের জন্য?


সম্মানিত প্রশাসকমন্ডলী ও কবিগণের নিকট প্রশ্ন,


উল্লিখিত ধরণের ছদ্ম নাম কি বাংলা কবিতা ডট কমের সাথে বেমানান নয়?