আজকে যেন হঠাৎ করে ইচ্ছে হলো আকাশ দেখার,
ইচ্ছের ডানা মেলতে চেয়েছে তোমার গগনে|
হটাৎ করে তোমার স্পর্শে
জেগে উঠলাম ঘুমের দেশে|
আজকে সকাল থেকে গাছের ফাঁক থেকে,
সূর্য যেন লুকোচুরি খেলছে
দিনের বেলায় চাঁদ আমার আনন্দে আনন্দিত;
আমায় দেখে হাসছে!
জাগলো আবার স্বপ্ন দেখা,
হারিয়ে গিয়েছিলো যে ইচ্ছে|
তুমি কি বুঝতে পারছো আমার আনন্দের কারণ?
তোমার একটু স্পর্শে এতটা!
তুমি যদি আমার জীবনে থাকো ; তাহলে...!
আজকে তোমার মধ্যে পাচ্ছি খুঁজে- কবি সুভাষের কঠোর পরিশ্রমী প্রেমিকা কে;
যেটা পাওয়া যায় না রাজপ্রসাদে!
এতদিন খুঁজে ছিলাম কঠোর বাস্তববাদী,
তুমিই তো সেই অজানা স্বপ্নে দেখা নারী |
তুমি জানো ;তুমি কতটা মূল্যবান!