তোমার করুণা যাচি হে দয়াময়, দাও রহমত,
নাজাত ও মাগফিরাতে দেখাও তোমার সরল পথ।
কবুল করো হে প্রভু, মোদের সকল রমজান,
নবীজীর রওজা জিয়ারতে করো সৌভাগ্যবান।
হায়াত যদি দাও হে প্রভু, দিওগো নেক হায়াত,
ঈমানের উপর রাখিও অটল,সর্ব দিবস ও রাত।
ক্ষমা করো মোদের পাপ, অতীত- বর্তমান,
ভবিষ্যৎ পাপ হতে বাঁচার,করিও তৌফিক দান।
হিংসা-ঘৃণা,অহংকার-রিয়া হতে,মুক্ত করো হৃদয়,
যাহা জানি দ্বীন,তাহাই যেন আমলে পরিপূর্ণ হয়।
রক্ষা করো প্রভু মোরে, শিরিক-বিদআত হতে,
বান-টোনা-যাদু,শয়তানি ধোঁকা,দাজ্জালি ফিৎনাতে।
গজব হতে রক্ষা করো, যত ঈমানি জীবিত প্রাণ,
আজাব থেকে নাজাত দিও,যারা হয়েছে মহাপ্রয়াণ।
কবুল করো তওবা আমার, জীবন করো দামী,
আমি যেন ছাড়তে পারি, নফসের গোলামী।
দুনিয়ার যত লোভ-লালসা,মন থেকে করো দূর,
ঋণ থেকে মুক্তি দিও,অভাব করে দাও মধুর।
জালিমের জুলুম হতে,রক্ষা করো সকল মুসলমান,
তোমার জমিনে কায়েম করো,তোমার মহাফরমান।
আমি যেন না হই কভু, কারো কষ্টের কারণ,
সমস্ত অঙ্গের পাপ হতে হেফাজত,করো কলুষ মুক্ত মন।
পিতা মাতার সেবা করার, করিও সুযোগ দান,
দান করার তৌফিক দিও, দিওগো নেক সন্তান।
মিটাবার দিও বান্দার হক,করি যেন শুদ্ধ লেনদেন,
মানব প্রেমের মাঝেই যেন,খুঁজে পাই তোমার প্রেম।
কুরআন হাদিসের আলোয়,আলোকিত করো জীবন,
রোগ-শোক হতে হেফাজত করো,দিওনা হঠাৎ মরণ।
গড়িবার দাও দাওয়াত-তালীম-তাসাউফ,জেহাদি জীবনময়,
জুম’আ বার শহীদি মরণে,যেন মোর প্রভু, ঈমান নসীব হয়।।




বিশেষ দ্রষ্টব্যঃ- হাদিসে বর্ণিত আছে, আল্লাহ‌র রাসুল (সঃ) বলেন, রমজান মাসে ইফতারির পূর্বে রোজাদারের একটি করে দোয়া কবুল হয়। তাই আমি এখানে ত্রিশ রমজানের জন্য ত্রিশটি দোয়া নিয়ে এই কাব্য রচনা করলাম,যদি কোন ভাই-বোন
এতে আমল করে উপকৃত হন, তাহলে আমার রচনা সার্থক হবে, আর এর উসিলায়
হয়তো মহান আল্লাহ‌তায়লা এই গোনাহগারকে নাজাত দিতে পারেন। আমীন।।