বিসমিল্লাহ্‌ বলিয়া শুরু করবো সকল কাজ,
জামাতবদ্ধ পাঁচওয়াক্ত কায়েম করবো নামাজ।
নম্র হয়ে চলবো পথে, জিকির ফিকির সাথে,
করবো সালাম আদান-প্রদান প্রতি সাক্ষাতে।
দেখলেই পথে,সরিয়ে দেবো,কষ্টের জঞ্জাল,
আজকের কাজ রাখবনা,করবো বলে কাল।
হাঁসি মুখে বলবো কথা, নেবো দুঃখের ভাগ,
অকারণে ভুলের বশে, দমন করবো রাগ।
ছোট বড় সকলের তরে শ্রদ্ধা-স্নেহ করি,
প্রেম-প্রীতি-ভালবাসার সুশীল সমাজ গড়ি।
মাতা-পিতার আদেশ সদা করিব পালন,
সৎ কাজে আদেশ করি,অসৎ কাজে বারণ।
অনাথ দুঃখীর মাঝে, করি মুক্ত হস্তে দান,
অসুস্থ-রোগীর খবর নেবো সাধ্য পরিমাণ।
হজ্জ-যাকাত-কুরবানি, যদি আইনে আসে,
অবশ্যই রাখিব সব রোজা, রমজান মাসে।
হারাম-হালাল মানি, করিব পর্দা পালন,
শিরিক-বিদাত,গীবত-রিয়ায় ভরাবো না মন।
হিংসা-ঘৃণা-কৃপণতা,সকল অহংকার ছাড়ি,
আমলি জিন্দেগী গড়ে, দেবো দুনিয়া পাড়ি।
দ্বীন শিখে দুনিয়া মাঝে,দেবো দ্বীনের তালীম,
সাহায্য যাচি আল্লাহ‌র কাছে,রহমান-রাহীম।
পাপ ছাড়ি,তওবা করি,নফসের প্রতি জেহাদ,
আল্লাহ‌র পথে জান কুরবান,করবো ইজতেহাদ।
দুনিয়াতে কারো হই বা না হই অতি প্রিয়জন,
হাঁসি মুখে যেন করিতে পারি মৃত্যু আলিঙ্গন।
আত্ম শুদ্ধির জীবন গড়ব,কুরআন হাদীস মানি,
তবেই পাবো দো-জাহানে,আল্লাহ‌র মেহেরবানি।।