কি নিয়ে ভাই বিরোধ করো, কিসের ভিত্তিতে,
মূল কেন্দ্র একই মোদের আছি একই কিস্তিতে।
এক আল্লাহ্‌র একত্ববাদ, কুরআন হাদিস মানি,
নামাজ-রোজা,হজ্জ-যাকাত,ফরজ বিধান জানি।
আরও যত ফরজ-ওয়াজিব, সুন্নাত-মুস্তাহাব,
মানি বা নামানি,কভু করিনা অস্বীকারের পাপ।
তবে কিসের ভেদ-বিভক্ত, কিসের ভেদাভেদ,
ভিত্তিহীন মত-মতে ঘটাও বিভেদ ও বিচ্ছেদ।


মিলাদ কিয়াম করবো নাকি?
জোড়ে আমীন বলবো নাকি?
হাত বাধা আর পায়ে খাড়া,
করছ এসব কার ইশারায়।
নবী রসূল নূর না মাটি-
কে আসল কে বা খাঁটি,
এসব কিছু ফরজ নাকি তুমি আমি জানা?
বেহুদা বিবেকের ক্ষয়, মিথ্যে ষোল আনা।

প্রভুকে পাওয়ার আছে লক্ষ কোটি পথ,
তবে ঠিক রাখতে হবে দ্বীন-শরীয়ত।