কুশ্রী-বিশ্রী জট-বাঁধা এলো  চুল
দেহের পরতে পরতে মাখা,কাদা-মাটি ধূল।
বুঝেনা সাজা-মজা কিংবা পুণ্য পাপ,
কভু খায় চিরকুট, খায় মল- প্রস্রাব।
শ্লেষে ওষ্ঠ ভেজা, হলুদাভাব দাঁত,
সমতালে চলে তাঁর,দিবস কিংবা রাত।
কখনো অর্ধনগ্ন,কখনো বস্ত্রহীন চলে,
অকারণে অহেতুক অতি কথা বলে।
নেই তাঁর আত্মীয়-স্বজন, নেই তাঁর পতি
সেও দেখি এই সমাজে, হয় গর্ভবতী।