আমরা তো ভাই মুমিন নহে
মুমিন নামের  ধোঁকাবাজ,
মুখেতে ঈমানের দাবী
করিনা ঈমানের কাজ।
নামাজ রোজার ধার-ধারিনা
উল্লাস ঈদ-ইফতারির,
হজ্জ-যাকাতে শুধুই ফাঁকি
গোস্ত খাই যে কুরবানির।
সুদের ব্যবসা, ঘুষ বোনাস
খুঁজে বেড়াই ফাঁক-ফোঁকর,
চায়ের কাপে ঈমান বিক্রি
মিছিলেতে তুলি শোর।
চোরকে দেই সাধুর সনদ
যত গুণ্ডা, মাস্তানির,
স্বীকৃতি দেই ওরাই মহান
নেতা বাবা ভণ্ড পীর।
সাধু সেজে করছি দেনা
দেখলে পালাই পাওনাদার,
চাপের মুখে ফন্দি আঁকি
উল্টা যে তাঁর চাই বিচার।
সৎ সততার মুখোশ পড়ে
ব্যবসায় হাঁকি দ্বিগুণ দাম,
ভাল পণ্যর নমুনাতে
করছি চালান নাম-বেনাম।
দরবেশ বাবার নেক ছুরতে
হাজার রকম হাজার ধোঁকা,
বিশ্বাসেতে ক্ষতি করি
ভাবি তাদের অতি বোকা।
কুলি-মুজুর, মিস্ত্রি সব
ভক্তি- সেবায় কমিশন,
হারজিৎ খেলা ধোঁকাবাজির
চলছে হরদম রক্ত শোষণ।
ফ্রি-বোনাসের অফার দেখে
কপালেতে উঠে চোখ,
ডাক্তার হাঁটে রোগীর পিছু
এক ঔষধে সর্বরোগ।
শিক্ষা-সেবা সব কিছুতেই
ধোঁকবাজদের আস্তানা,
ভিক্ষা যেন জাতীয় পেশা
তুলছে যেন খাজনা।
রিক্সা ওয়ালা স্বপ্ন দেখায়
বাড়ী-গাড়ী কত কি,
ধোঁকবাজদের রাজ-রাজত্বে
আসলে তো সব ফাঁকি।।