যারে তুমি করছ ঘৃণা, সেও তো কারো প্রিয়জন,
তাঁর লাগিয়া স্বপ্নে বিভোর, জীবন করে বিসর্জন।
যত আশা ভালোবাসা-প্রেম, মোহ-মমতা দিয়ে,
জগতের যত শোক-তাপ, ভুলে তাকে বুকে নিয়ে।
তাঁর বিরহে পাগল পরাণ, কাঁদে সদা তাঁর মন।
জীবনের যত হাঁসি-গান, সে যে পরম আপনজন।।
তুমি দেখ প্রতিবন্ধী,কুশ্রী-বিশ্রী কত যে কালো,
সে কারো বুকের মানিক-রতন,দু’নয়নের আলো।
সে কারো সাত রাজার ধন, যত সুখের-সাধনা,
তারে ছাড়া তাঁর পরাণ পাখি, এক মুহূর্ত বাঁচেনা।
সব যদি ভাই সমান হতো,তবে কিসে মূল্য তোমার,
আলোর মূল্য বাড়িয়েছে যে, সে তো হল অন্ধকার।
সাদা-কালো, লম্বা-বেঁটে, স্রষ্টার কাছে সব বরাবর,
সবই প্রভুর হাতে গড়া,রাখে শুধু সে দিলের খবর।।