ভালবাসি বলেই বন্ধু তোমায় দিচ্ছি দ্বীনের দাওয়াত,
দয়া করে করনা ভাই একটু কর্ণ পাত।
এই দুনিয়া কিছুই নহে, সবই তো পরকাল,
ক্ষণিকের এ পরীক্ষাগারে হইওনা বেসামাল।
সময়, যৌবন, টাকা-পয়সা যত দুনিয়াদারী,
হিসেব মোদের দিতে হবে পাই পাই করি করি।
আমি আমি করছি শুধু,আমিও তো আমার নয়,
আমি শুধু আল্লাহ‌র হুকুম, এইতো পরিচয় ।
কোথায় ছিলাম,কোথায় এলাম,কোথায় যেতে হবে,
কেন এলাম, কি করিব, ভাবনা ভাই তবে।
কি করার ছিল, কি করছি, কি করিতে চাই,
আমার কাজে কি আল্লাহ‌ খুশি একটু ভাবো ভাই।।