না থাকুক বাড়ী গাড়ী,
কিংবা রূপসী নারী,
রাজত্ব  দরবার,
ধন দৌলত সম্ভার
রাজকীয় সিংহাসন
বিপুল ক্ষমতার আসন
সর্বত্র কুর্নিশ-সম্মান
অবাধ বুদ্ধিমত্তা-জ্ঞান
কেউ আমাকে ভালবাসুক-
আর নাই বা বাসুক,
তাতে কি আসে যায়-
আমার ঈমান যেন কভু না হারায়।


লক্ষ অভাব অনটনে  
দুর্ভিক্ষ-দুর্যোগ, দূর্বিষহ মনে
না থাকুক এক শস্য দানা
লজ্জা ঢাকার বস্ত্র খানা,  
অগ্নিক্ষুধা, বিষম-বিষাক্ত রোগে
শত আপন জনার মৃত্যু শোকে
কেউ যদি কভু পাশে না দাঁড়ায়
তবু আমার ঈমান যেন না হারায়।


শত বিপদ মৃত্যুভয়
দাও কষ্ট যত সয়
শত জুলুম অত্যাচার
সর্বাধিক অবিচার
অকারণ অবহেলা
অযথাই কারবালা
অন্তিম কালে কেউ যদি হাত না বাড়ায়
তবু আমার ঈমান যেন না হারায়।


যদি সব কিছু নেয় কেড়ে,
দেয় আমায় শূলে চড়ে
যদি কেটে টুকরো করে ফেলে
মাথা কেটে নেয় তুলে
যদি অগ্নি কুণ্ডে করে নিক্ষেপ
থাকবেনা কোন আক্ষেপ
বাঁচিতে চাইনা আমি ঈমান ছাড়া
শুধু আমার ঈমান যেন কভু না হারায়।।