আজকের এই দিনে এসেছিলে ঊষার বেশে,
দিন দিন এখন দিচ্ছ পাড়ি,আঁধার কবর দেশে।
কি করার ছিল, কি করেছ, হিসাব কর দেখি,
করেছ কত গুনাহের কাজ, কত করেছ নেকী।
চলার পথে, কথা কাজে, কত শত জনার মনে,
দিয়েছ কত দুঃখ-ব্যথা, দেখেছো কি কভু গুনে?
যা পেয়েছ, যা খেয়েছ, হিসাব কি তার আছে?
কি জবাব দিবে বল, মহান আল্লাহ‌র কাছে ।
এবার সবর কর, ধৈর্য ধর, কর নেক আমল,
জন্ম তোমার সার্থক হবে, থাকলে এই সম্বল।  
অতীতের যত ভুলভ্রান্তি, মুছো অনুশোচনার জলে,  
তাওবা করে দাওনা এবার, নেকের দুয়ার খুলে।
সব ভুলে যাও,এসো প্রিয়, আল-কুরানের পথে,
এই পথ যে মিশে আছে, বেহেশতের ঐ সাথে।।  



০২-০১-২০১৭ ঈশায়ী-
রাতঃ- ১১ টা-৫৫ মিনিট,