হায়রে মুসলমান, স্বপ্ন কি মোর বৃথা,
কবে কুরবানির মতোই হবে, যাকাতের প্রতিযোগিতা।
কবে জুমার মতো হবে ফজরের জামাত,
দেখবনা খুঁজে বেগানা নারী, খুলিয়া নয়ন পাত।
কবে আসবে মোদের সেই সোনালী সু-দিন,
ঈদের মতোই যত সুখ-হাঁসি করিব বিলীন।  
কবে হবে আমাদের প্রতিটি রাত,
ক্ষমা প্রার্থনার সেই শবে কদর-বরাত ।
কবে উঠবে গড়ে সেই সুশীল সমাজ,
বলবে আগে নামাজ, পরে অন্য কাজ।