হায়রে মুসলমান-
গাহ কার জয় গান,
কাহার কণ্ঠে তাল মিলিয়ে দিচ্ছ হাঁক-ডাক-
সত্ত্বারে তুমি সতীন বানিয়ে করছ চক্র বাক।
করো কোন ভরসার বড়াই ?
কার সাথে বাঁধো লড়াই?
ভুলে স্বাধীনতার স্বাদ---  
কেন ? সারা দেহ-মন-সত্ত্বা জুড়ে, গোলামীর বেড়ী বাঁধ।
জুলুম তোদের সয়ে গেছে, তাইতো স্বর্গ-কয়েদখানা,
প্রতিবাদ আজ ফুটেনা মুখে, যেন-তোরা বিড়াল, কুকুরছানা।
কাদের তোরা ভাবিস প্রভু,
ঐ ধ্যান কি ভাঙ্গবে না কভু ?
ভুলে গেলি কেন বীরের জাতি, তুই ন্যায়ের প্রতীক-মুসলমান,
দ্বীনের মশাল বুকে জ্বেলে, গাও-এক আল্লারই গুন-গান।।