ওগো প্রিয়তমা-
                        ভুল হলে করো ক্ষমা,
            ভুলের ছলে যেওনা আমায় ভুলে,
শুধরিয়ে ভুল-ভ্রান্তি নিয়ো আমায় বুকে তুলে।
ভুলে গড়া মানুষ আমি, ভুলের উরধে নয়,
ভুলের চেয়ে ক্ষমা বড়, ক্ষমাতেই গড়ো হৃদয়।


ভুল যত ভুল, বেদনার ফুল, ভুল করে প্রেম ক্ষয়,
ভুলের বাঁধন ভেঙ্গে দিয়ে, ফুলে ফুলে সাঁজাও হৃদয়।
                             ভুলে বাঁধে শয়তান-----
                             মুক্ত রহিম রহমান,
                            ছাড় তোমার বায়না-
                        আমি ভুল, তুমি আয়না।
যখন ভুল বুঝা বুঝি হয়,
জেনো, ভুলত ভরসা নয়,
ভুলের মাঝে বসবাস করে, যত ভূত আর ভয়।
ভুলে যাও ভুলের অতীত,
ভুল ভাঙগে বুদ্ধির ভীত।
না হোক ভুলের বিজয়,
হোক প্রেম-মায়া মধুময়।।