আয় মুসলমান ঐক্যর ডাকে, আয়রে ছুটে আয় মুমিন,
নাস্তিকের ঐ পিষ্ট যাতায়, কলুষিত আজ ইসলামে দ্বীন।
দিন দিন মাত্রা বেড়েই চলছে, ছাড়িয়েছে ধৈর্যের সীমানা,
ওঠ জেগে ওঠ, জেহাদে ছুট, ভাঙ্গ তাদের ঐ দুর্গ খানা।


বুঝিনা আমি, হিজবুল্লাহ, জামাত, তাবলীগ-হেফাজত,
ইসলামী আন্দোলন, খেলাফত মজলিশ যুক্ত-মুক্ত পথ।
আর যত দল-মত, সাধু দরবেশ, যত সব মুর্শিদ-পীর,
এক আল্লাহ‌র একত্ববাদে যারা,  সেজদায় লুটাস শির।
বুঝিনা আমি, বিভেদ-বিভক্ত, বাড়াবাড়ি- বৈষম্য মতামত,
আমি বুঝি এক আল্লাহ‌র দ্বীন,কুরআন-হাদিস,মুহাম্মদের পথ।


আর যাহারা এক আল্লাহ‌র পথে, বিলিন করেছে জীবন,
তাদের মতোই আল্লাহ্‌র রজ্জু ধরি, এসো করি ঐক্যর পণ।
হায় মুসলমান, যতই ভেঙ্গেছিস তোরা ঐক্যর বাঁধ,
ততই তোদের ঈমান-আমল, হয়েছে বরবাদ।


বহু বেশ-বহু রূপ ধরি, যত মুশরিক মোনাফেকের দল,
হরন করিতে ঈমান, নিত্য আঁকে শত ফন্দির শত ছল-কল।
আয়রে মুমিন জিহাদের ডাকে, করি ঐক্যর শপথ,
দ্যাখ নাস্তিক মুরতাদ পালাবার, পাবেনা খুঁজে পথ।।