আজ আমাদের কি যে হল, আঁধারে ছেয়েছে চোখ,
শত অন্যায়- অত্যাচারে, ফোটেনা মোদের মুখ।
চারদিকে আজ হানাহানি, হিংসা-বিদ্বেষ খুন,
আমি আছি বসে ভোজন সভায়, জিহ্বায় লাগিয়ে নুন।
কত চিৎকার, কত হাহাকার, লাঞ্ছিত শত প্রাণ,
দেখেও আমরা করছি শুধু,  না দেখারি ভান।
সোনার মাটি তলিয়ে গেছে, লাশ আর রক্ত স্রোতে,
আমরা আছি আমাদের মতোই, অসংখ্য মতবাদে।
মোদের বিবেকে ধরেছে জং , হারিয়েছি মনোবল,
তাই এতো আজ, চড়াই উৎরাই যত শয়তানের দল।
হায়রে মানবতা, তোর মুখে ফোটেনা, সত্য কথা,
অনুভূতিহীন  পাষণ্ড মোরা, ছেড়েছি একাগ্রতা।
আর কত কাল ঘুমিয়ে রবো, ধরবো ঘুমের ভান,
স্বর্গরাজ্য করিছে দখল,যত মানুষ রূপী শয়তান।
শিক্ষা নিলো,সংস্কৃতি নিলো,খুৎবাও নিয়েছে কাড়ি,
আমরা এখনো ঘুমিয়ে আছি, পড়নে কাতান শাড়ী ।।