তোমাকেই ভালোবাসি-
তোমার নিষ্পাপ ঐ হাঁসি,
মায়া ভরা ঐ মুখ খানা
যেন, হয়না কভু বাসি-
আমি তোমাকেই ভালোবাসি।

ঐ দু’চোখে তাকালে যেন
দেখিনা কিছুই আর,
হারিয়ে যাই স্বর্গ মাঝে
স্বপ্নেরা মানে হার।
প্রভুর কাছে এই কামনা
থাকি যেন কাছাকাছি,
আর কিছুই চাইনা আমি-
তোমাকেই ভালোবাসি।


শত বীণায় উঠেনা যে সুর
সে সুর কণ্ঠে বাজে,
যত সুর-গান, দেখে তাহা
ঈর্ষায় মরে লাজে।
যত নেশা, প্রেম পিপাসা
তোমার ছোঁয়ায় ওঠে নাচি,
মন বলে শুধুই আমি
তোমাকেই ভালোবাসি।

স্রষ্টার সৃষ্টি সুন্দর যত
প্রতি অঙ্গ, প্রতি খাঁজে,
যত সুখ শান্তির মেলা
পেয়েছি তোমার মাঝে।
ধন্য আমি, পূর্ণ আমি
তুমি আছো পাশাপাশি,
তুমি প্রেম পরশ পাথর
আমি তোমাকেই ভালোবাসি।


আমার যত স্বপ্ন-আশা-
তোমাতেই পূর্ণতা পায়,
প্রেম-পিড়িতি-ভালোবাসা
তুমি বিনে অসহায়।
এই হৃদয়ের মণিকৌঠায়
তুমি যে প্রেমের চাষি,
যত সুখ-স্বাদ,সখ-আহ্লাদ
আমি তোমাকেই ভালোবাসি।


আজকে তোমার ভালবাসায়
আমার গর্বে ওঠে বুক,
তোমার মাঝে পেয়েছি খুঁজে
এতো হাঁসি, এতো সুখ।
যত বিশ্বাস, যত ভক্তি
গড়েছো রাশি রাশি,
ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বলবো
আমি তোমাকেই ভালোবাসি।।