স্রষ্টা মোদের নাই কেহ আর
যতই পাতো যুক্তির ফাঁদ,
সব স্রষ্টা নয়, স্রষ্টার সবি-
বলো এক আল্লাহ্ জিন্দাবাদ ।


বাঁচা মরার মালিক তিনি
সুখ দুঃখের এক সাথী,
ভাগ্য বিধান, তার অনুদান
জ্বালায় অদৃশ্য জ্ঞানের বাতি।
দুই দরিয়ার মধ্যে বিভেদ
দিবা রাত্রির মহা মিলন,
জন্ম থেকেই জোয়ার ভাটা
ঢেউয়ের আস্ফালন ।
তারকা জ্বলে মিটি মিটি
বাড়ে কমে ঐ চাঁদ,
সব স্রষ্টা নয়, স্রষ্টার সবি-
বলো এক আল্লাহ্ জিন্দাবাদ।


ওরা বলে স্রষ্টাই নাহি--
সবি হয় এমনি করে,
খুঁটি বিহীন ঐ নীলাকাশ
বল,কে রেখেছে ধরে ?
মাটির মাঝে খাদ্য ভাণ্ডার
কে দিয়েছে বল ?
হঠাৎ করে আকাশ থেকে
কে ঝড়ায় বৃষ্টির জল।
কে সাঁজাল মুখরিত করে
সবুজের এই ধরা,
ফুলে ফুলে ফল, হাজার রকম
শস্যর বসুনধরা।
নর বিনে নারী যদি
না হয় গর্ভ ধারণ,
স্রষ্টা বিনে সৃষ্টি জগত
কি আছে তাঁর কারণ।
বল কে দিয়েছে জিহ্বা মাঝে
হাজার রকম স্বাদ---
সব স্রষ্টা নয়, স্রষ্টার সবি-
বলো এক আল্লাহ্ জিন্দাবাদ।