সব রাতে পূর্ণিমা হয়না-
যত পূর্ণিমা তত অমাবস্যার রাত,
সব পূর্ণিমায় পূর্ণতা পায়না মন
কিছু পূর্ণতা আনে বাঁকা ঈদের চাঁদ।


সব কুঁড়ি পাপড়ি মেলেনা
সব মুকুলে হয়না ফল,
সব হাঁসিতে থাকেনা খুশির ছাপ
কিছু ব্যথা ধুয়ে নেয়,সিক্ত আঁখি জল।


সব মিলন পূর্ণতা পায়না-
অপূর্ণতা বাড়ায়, পূর্ণতার টান,
সব ছন্দ কবিতা হয়না
সব কলি হয়না গান।


সব চাওয়া হয়না নগদে পাওয়া-
কিছু পাওয়া হয় আপদের বলীদান,
কিছু চাওয়া হয় বিপরীত পাওয়া-
কিছু চাওয়া সাঁজায় জান্নাতের বাগান।।