হৃদয় জানে কত প্রেম মোহ, পুড়ে পুড়ে হয় ছাই,
সাধ্যের অভাবে স্বপ্নেরা মরে, মরিতেছে জন্মিয়াই।
ছন্দরা জানে ছন্দের বুকে, কত শব্দ হয় খুন,
ভাবের রাজ্যে ভাষারা মরে, মুহূর্তে শত গুন।
আশারা মরে হতাশা আনে, হারায় আত্ম প্রাণ,
আত্মহত্যা জানে আত্মহুতি কত, ক্ষুধা-সুধার দান।
বোবা জানে বোবার বুকে, কত ভাষা বোঝার ছাপ,
অন্ধ জানে তার প্রয়োজন, কত সূর্যের আলো তাপ।
পরাধীনতার বুকে স্বাধীনতা করে, অক্লান্ত মাতম রোল,
শূন্যতা বোঝে পূর্ণর অভাব, প্রেয়সী প্রিয়ার কোল।
দুঃখরা জানে সুখের লাগি, কত হাহাকার প্রাণে,
ইচ্ছেরা সয় প্রসব বেদনা, অতীত স্মৃতির গানে।।