আজ আমরা যাচ্ছি কোথায় ?
সভ্যতার মুখোশ পড়ে,
অসভ্যতা রন্দ্রে রন্দ্রে
ঘিরেছে অন্তরে।
সহশিক্ষা, সহপাঠি
শত শত অসঙ্গতি,
পর্দাহীন আধুনিকতায়
আকর্ষিত ধর্ষকের প্রতি।
সংস্কৃতির মলাটে চাষ
যত অপসংস্কৃতি।
পাতানো সম্পর্কের মহামারী
নষ্ট যত প্রীতি।
মুক্তমনার মুক্ত কথায়
ধর্মের অপমান,
বর্ষ বরণে বেহায়াপনা
যত শিরিকি গান।
ইবাদাত নামে বিদআত
নব নব আবিষ্কার,
দুর্গা দরগা একই সুতোয়
বাঁধা কবর পূজার।
পীর পূজারী পায়ে সিজদা
উরছ জশনে জৌলুস,
মঙ্গল যাচি মৃতের কাছে
হারিয়ে বিবেক-হুঁশ।
সৃতিসৌধ আর শহীদ মিনার
মূর্তি পূজার ফাঁদ,
মঙ্গল প্রদীপ, তিলক দোলক
রাখীর আশীর্বাদ।।