হৃদয় ভরা মোর কাব্য নেশা, প্রাণেতে মৃত্যু-ক্ষুধা,
নেশা হারি তাই অন্ন সঞ্চারী, অতৃপ্ত প্রেম সুধা।
ছুটে চলেছি দিন রাত ভর, দু’মুঠো ভাতের লাগি,
কাব্যরা মোর হৃদয় অনলে, মরিতেছে জাগি জাগি।
তবু ছুটে যাই কাব্য নেশায়, মাতাল হই কাব্য ঘ্রাণে,
কাব্য মেলায় মুগ্ধ হৃদয়, যেন প্রাণ ফিরে পাই প্রাণে।
কাব্য আনে পরম প্রশান্তি, অন্নে দূর হয় যত ক্লান্তি,
ক্ষুধা-সুধার দন্দ মাঝে, সয়ে যাই সমর সম অশান্তি।
কাব্য কাননে ফুলের পাহাড়, মিলেনাক ক্ষুধার ফল,
ফুলের ঘ্রানে হইযে মাতাল, ক্ষুধায় হারাই যত বল।।