রূপ-যৌবন নিয়ে বাহাদুরি কেন ?
কেন এ মিথ্যে বড়াই,
যত পাপ মন, মোহ মন্থন-
টিকিয়ে রাখার লড়াই।
রূপ-যৌবন তো পরীক্ষা স্বরূপ
এলো ক্ষণিক এই গায়,
যত সুখ-স্বপ্ন, দুঃস্বপ্ন করে
ক্ষয়ে যাবে নিরালায়।
তখন বসে ভাববে শুধু
ঝরিয়ে আঁখি বারি,
আপন ভেবে যারে বুকে পুষেছি
সে গিয়েছে সব ছাড়ি।
ছিল মনে কত হিংসা অহংকার
ক্ষমতা বাহু বল,
যত চেষ্টা-শিক্ষা, মন্ত্র দীক্ষা
নিমিষেই নিষ্ফল।
যুগে যুগে যত যুবক যুবতী
চাহেনি বৃদ্ধ হতে,
বিধির বিধান নিষ্ঠুর নিয়তি
যেতে হবে সে পথে।।