আর কত কাল করবি শোষণ ?
কাল নাগিনী, মূর্তি সেজে,
পূজা প্রসাদ লইবি কত ?
বাধ্য করা, ভিক্ষা যেচে।
আর কত রক্ত পানে ?
তোর পিপাসা মিটবে বল,
নাকি আবার দেখতে চাস
একাত্তরের রক্ত ঢল।
পিলখানা আর শাপলা চত্বর
মিটলনা তোর রক্ত নেশা,
কত সাগর রক্ত পেলে
ফুরাবে তোর মরু তৃষা।
যত সব গুম হত্যাকারী
হয় না কেন তাদের সাঁজা,
তোর মুখে চুন-কালি মেখে
চামার-চাঁড়াল স্বর্গ রাজা।
ঘর চালানোর নেই ক্ষমতা
ধরলি কেন দেশের হাল,
ষোল কোটি বিষ ফোঁড়াতে
খুঁজে মরিস পাকা তাল।
জেল জুলুমের ভয় দেখাস্ নে
আমরা তো আজ জেলেই আছি,
ষোল কোটির জেল খানাতে
বাহিরে খেলিস কানামাছি।
আর কত লাশ নিবি বলী ?
উৎসর্গ চাস কত প্রাণ,
জয় করেছিস স্বর্গ আজি
বাকি রইল নরকখান।।