বিশ্ব আজ বিবেক হারা, মানবতা আজ নিঃস্ব,  
বুদ্ধিজীবী-জ্ঞান পাপীরা, সব শয়তানের শিষ্য।
মাল লওয়ানা, মৌ-লোভীরা স্ব-স্ব মতের বশে,
বাতিল আদর্শে বলীয়ান, কুরআন হাদীস চ'ষে।
বীরেরা আজ ঘুমিয়ে আছে, বীর উপাধি পেয়ে,
রক্ষকরাই আজ ভক্ষক, প্রতিবাদ আছে চেয়ে।  
ভ্রাতৃত্ববোধ ছিন্ন করে, ছল শয়তানের কলে,
একত্ববাদ ভুলে গিয়ে, চলি একাধিক দলে।  
আমানত আজ লুটের মাল, চলছে হরি লুট,
শাসক-শোষক-সন্ন্যাসীরা, বেঁধেছে এক জোট।
নিপীড়ন আজ ন্যায়ের প্রতীক, অন্ধ নীতিবান,
ভদ্র বেশে আসনে বসে, সব বোবা শয়তান।
কেউ দেখেনা কেউ শুনেনা, মজলুমের আর্তনাদ,
ভাঙ্গেনা কেউ, লাগায় শুধু, মিথ্যে এ বিবাদ।
সত্যরা আজ শব যাত্রায় চলছে গোরস্তানে,
সাহায্যকারীর প্রার্থনা ঐ,মহান আল্লাহ‌র পানে।।